এক নজরে
-: পরিচিতি :-
‘‘০২ নং যদুনন্দী ইউনিয়ন’’:- মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত, গৌরবময় ইতিহাস সমৃদ্ধ এক ঐতিহ্যবাহী ইউনিয়ন- ‘‘২নং যদুনন্দী ইউনিয়ন’’।
সস্মুখ মুক্তিযুদ্ধের বিজয় জড়িত গাঁথা রণাঙ্গন, শহীদদের রক্তস্নাত ‘গণকবর’ যেখানে ঘুমিয়ে আছেন ১০ (দশ) জন শহীদ। তাইতো নাম হয়েছে- ‘‘২নং যদুনন্দী ইউনিয়ন’’।
যার উত্তরে- আছে কুমার নদী বেষ্টিত উপজেলার সর্ববৃহৎ সবুজ শ্যামলীময় ঘেরা গ্রাম- ‘যদুনন্দী’।
পশ্চিমে-কুমার নদীর পাড় ঘেষে, পাখিদের কলকালিতে মুখোরিত গ্রাম- ‘জগন্নাথদী বড়খাড়দিয়া’।
দক্ষিনে- সেই ঐতিহাসিক নবকাম পল্লী বিশ্ব বিদ্যালয় কলেজ, যেখানে ছাত্র ছাত্রীরা মনোযোগ সহকারে অধ্যায়ন করে- সেই গ্রাম ‘যদুনন্দী’।
পূর্বে- অথৈ জলে ভেসে থাকে, লাখো লাখো পাঁপড়ি মেলে, ‘জাতীয় ফুল শাপলা’। বর্ষায় মনে হবে, হাজারো পরী নৃত্য করে, জলেরপরে, তারই পাড়ে, আংশিক পৌর এলাকার সীমানা ঘেষে- সবুজ শ্যামলীময় ঘেরা, সারি সারি, সুন্দর সুন্দর- ইমারত সন্নিবেশিত গ্রাম- ‘গোপীনাথপুর’।
ইউনিয়নের নাম: যদুনন্দী ইউনিয়ন।
উপজেলা: সালথা।
জেলা: ফরিদপুর।
স্থাপন কাল: ২০১৩ খ্রী:।
চেয়ারম্যানের নাম: মো: আবুল খায়ের মুন্সী ।
ইউপি সচিব : জনাব ফয়সাল সচিব।
উপজেলা হইতে দূরত্ব : ১৫ (পনোর) কি:মি:।
উদ্যোক্ত জনাব জুয়েল মোল্যা
আয়তন:- ২১.৯৩ বর্গ কিলোমিটার।
সীমানা: উত্তরে- বলরলবদী ইউপি, দক্ষিণে- পশ্বেরগাতি ইউপি
পশ্চিমে- রুপাপাত ইউপি ও পূর্বে- পরমেসরদী ইউপি।
মোট জনসংখ্যা:- ১৭০৫২ জন। (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)।
(পুরষ- ৮৩৫৪ জন, মহিলা- ৮৭০৪জন।
মোট ভোটার সংখ্যা: ১২০০০ জন।
মোট জমির পরিমাণ: ১৭১৬ হেক্টর।
প্রাথমিক বিদ্যালয় সংখ্যা: ৫ টি,রেজি: প্রা: বিদ্যালয়- ০৪ টি।
মাদ্রাসা সংখ্যা : আলিয়া- ০২টি, কাওমী- ৫ টি
কলেজ ও বিশ্ববিদ্যালয়ঃ ১ টি।
ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ- ৬৬ টি, মন্দির- ২০ টি এবং আশ্রম- ০২ টি, শ্মশানঘাট- ০১ টি।
শিক্ষার হার :৭৫.২৬ %
হাট-বাজারের সংখ্যা : ০৩ টি (যদুনন্দী, বড়খখাড়দিয়া,কুমারকান্দা)।
সাইক্লোন সেন্টার : ০১ টি।
মৌজার সংখ্যা ও নাম: মৌজা মোট- ০৬ টি। যথা- ৫১নং বড়খাড়দিয়া, ৫২ নং উজিরপুর, ৫৩ নং
উথালী, ৫৪ নং জগন্নাথদী, ৫৫ নং গোপীনাথপুর, ৫৬ নং যদুনন্দী,
গ্রামের সংখ্যা ও নাম: মোট গ্রাম- ৭ টি। (ক) যদুনন্দী, (খ) কুমারক্ন্দা (গ) গোপীন্নাথপুর,
(ঘ) জগন্নথদী, (ঙ) উজিরপুর(চ) সাধুহাটি উজিরপুর (ছ) বড়খাড়দিয়া দশআনি ও বড়খাড়দিয়া ছয়আনী (ঝ) উথালী ।
ইটের ভাটা ০১টি
পাকা রাস্তা ০৪ টি প্রায় ২৫ কি .মি. ইটের রাস্ত ০৩ টি ২.৭৫ কি মি. কাচা রাস্তা ৩০টি ১২৫ কি.মি.
ব্রীজ ১৩ টি
কালবার্ট ৩০ টি
জমির ফসল
২০% এক ফসলী
৫০% দুই ফসলী
৩০% তিন ফসলী
করাত কল ০৪ টি
ইউনিয়ন খানা ৩৬৪২ খানা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস